Homeবিবিধজনপ্রিয় ধারাভাষ্যকার রাজশাহীর খোদাবক্স মৃধা

জনপ্রিয় ধারাভাষ্যকার রাজশাহীর খোদাবক্স মৃধা

পরিচয়

খোদাবক্স মৃধা রাজশাহী জেলার রাজশাহী শহরের হেতেমখাঁ মহল্লায় ১৯৪৫ সালের ২২ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

শিক্ষা

খোদা বক্স ১৯৬১ সালে রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে আই,এ পরীক্ষায় উত্তীর্ণ হন। অতপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি,এ সম্মান ও এম এ পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন।

কর্মজীবন

কর্মজীবনে তিনি ১৯৬৪ সালে মুরারী চাঁদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে তিনি তার কর্ম জীবন শুরু করেন। তিনি ধারাবাহিকভাবে রাজশাহী নিউ সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটিকলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে শিক্ষকতা করেন। তিনি ২০২৩ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।

ধারাভাষ্যকার

খোদা বক্স মৃধা ১৯৭২ সালে কলকাতা ইস্ট বেঙ্গল ও রাজশাহী জেলা ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচে ধারা বিবরণী দেওয়ার মাধ্যমে ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ক্রিকেট বোর্ডের নির্বাহী সদস্য খোদাবক্স মৃধা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে ক্রিকেট বোর্ড ও ক্রিকেট টিমকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মৃত

তিনি ৩১ মার্চ ২০১০ সালে রাজশাহীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে স্বনামধন্য প্রফেসর ও জনপ্রিয় ধারাভাষ্যকার খোদাবক্স মৃধা নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে ভূগছিলেন।

তথ্যসূত্র

ডেইলি স্টার ৩১ মার্চ ২০১০সন, এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ,সিরাজুল ইসলাম বাংলাদেশ জাতীয় বিশ্বকোষ।

লেখকঃ অধ্যাপক মোঃ আব্দুর রাজজাক রাজু।
গ্রন্থঃ বরেন্দ্রভূমির বরেণ্যরা।পর্বঃ ৭০

সর্বশেষ খবর