মোঃ ফখরুল হাসান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের সলংগা থানাধীন ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এঘটনা ঘটে। অদ্য ৭-১১-২০২৪ইং তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায় যে মামুদপুর গ্রামের উত্তরে মাঠের মধ্যে অর্থাৎ বালিয়া দিঘী ঈদগা মাঠের পশ্চিমে এবং খোদ্রশিমলা বাজারের পৃর্ব পাশে কাচা রাস্তার উপর রেখে যাওয়া ধানে আগুন ধরিয়ে দিয়েছে। মামুদপুর গ্রামের কৃষক মোঃ আবু ছাইদ ৬২ এর ৫৪শতক জমির রোপা মৌসুমের কাটারী ভোগধানে আগুন ধরিয়ে দেয় দূর্বত্তরা ।
এতে পুরো ধান পুরে ছাই হয়ে গেছে। এব্যাপারে ভুক্তভোগী মোঃ আবু ছাইদ জানান আমি গরিব মানুষ ঘটনার আগের দিন অর্থাৎ ৬-১১-২০২৪ ইং আমিসহ আরও কয়েকজন দিনমজুর নিয়ে আমার নিজস্ব ৫৪শতক জমিতে রোপা মৌসুমের লাগানো সাম্পা কাটারী ভোগধান কেটে জমির পাশে অবস্থিত কাচা রাস্তার উপর রেখে বাড়ি যাই।পরের দিন অর্থাৎ আজ৭-১১-২০২৪ ইং সকালে গাড়ি নিয়ে ধান আনার প্রস্তূতি নেওয়ার সময় জৈনিক ব্যাক্তি মোঃ আব্দুল মালেক আমাকে মোবাইল ফোনে কল দিয়ে জানায় যে তোমার জমির ধান কারা যেন আগুন দিয়ছে ।খবর পেয়ে জমিতে গিয়ে দেখি সমস্ত ধান পুরে ছাই হয়ে গেছে।পরে আমার আর্তচিৎকার এলাকার লোকজন এগিয়ে এসে আমাকে সান্তনা দেয়।
এ ব্যাপারে আমি সলংগা থানায় অভিযোগ দিয়েছি তারা তদন্ত সাপেক্ষে আমাকে ব্যবস্থা দেওয়ার কথা বলেছেন।আমার কারও সাথে কোন রকম শত্রুতা নেই কিন্তু কেন আমার সাথে এরকম কাজ করা হল আমি এর বিচার চাই। প্রশাসনের কাছে আমার দাবি তারা যেন সঠিক ভাবে তদন্ত করে যারা এ কাজ করেছে তাদেরকে ধরে বিচারের আওতায় এনে বিচার করা হয়। এলাকা বাসি জানায় যে এই রাস্তাটি এত ভয়ঙ্কর হয়েছে যে সন্ধার পরে এই রাস্তা দিয়ে কোন ভাল মানুষ চলাচল করতে পারে না। এ রাস্তায় শুধু মাত্র দৃশকৃতকারী, নেশাখোর লোকজন চলাচল করে। এব্যাপারে এলাকা বাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।