Homeঅপরাধদৌলতদিয়া ফেরি ঘাটে পরিবহন থেকে অতিরিক্ত টাকা নেওয়ায় ৩ জনের কারাদণ্ড

দৌলতদিয়া ফেরি ঘাটে পরিবহন থেকে অতিরিক্ত টাকা নেওয়ায় ৩ জনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

ফেরি পারাপারে পরিবহন থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে তিন জনকে আটক করে যৌথ-বাহিনী। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোবাইল কোর্ট করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।

দন্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার নুরু মন্ডল পাড়া গ্রামের মোঃ শহিদ প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক(৩১), কিয়ামদ্দি মেম্বর পাড়া গ্রামের মোঃ তারক আলী খাঁ’র ছেলে মোঃ এলাহী খাঁ (৩১), শাহদত মেম্বর পাড়া গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ জানান,নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পরিবহন থেকে ফেরি পারাপারের ভাড়া নেয়ার অপরাধে তিন জনকে আটক করা হয়।আটককৃত তিনজন তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আরও পড়ুন:ভুরুঙ্গামারী উপজেলায় কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠিত


তিনি আরও বলেন, আটককৃতরা গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বলে স্বীকার করে।

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ, রাজবাড়ি সেনা ক্যাম্পের মেজর জনাব রেজাউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বিআইডব্লিউটিএ-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর