Homeজেলাকিশোরগঞ্জে পলিথিন বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীর জরিমানা

কিশোরগঞ্জে পলিথিন বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীর জরিমানা

মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি।।

পলিথিন (প্লাস্টিক) ব্যাগ, বস্তা ব্যবহারের অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) এ দুই ব্যবসায়ীর ৮ হাজার টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস।

কিশোরগঞ্জ বাজারে পলিথিন বিরোধী অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পলিথিন (প্লাস্টিক) ব্যাগ, বস্তা ব্যবহার করার অপরাধে ওই দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। ব্যবসায়ী আনারুল ইসলামকে ৫ হাজার ও রফিকুল ইসলামের ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ব্যবসায়ীদের পাটজাত পণ্য ব্যবহারে জোরদার করাসহ পলিথিন (প্লাস্টিক) ব্যাগ, বস্তা ব্যবহার একটি অপরাধ বলে ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস বলেন- পলিথিন বিরোধী অভিযানে গিয়ে পলিথিন (প্লাস্টিক) ব্যাগ, বস্তা ব্যবহারের অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর