কাজী এহসানুল হক জিহাদ (প্রতিনিধি)
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীদের বেতন কমাতে গন কর্মসূচী পালন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রতিষ্ঠানে অতিরিক্ত বেতন দিয়ে পড়াশুনা করতে অধিকাংশ শিক্ষার্থীর হিমশিম ক্ষেতে হচ্ছে। তাই শিক্ষার্থীরা বেতন কমানোর দাবি তুলেছেন।
শিক্ষার্থীদের সাথে কথা বললে শিক্ষার্থীরা জানান এর আগে বেতন কমানোর জন্য কলেজ কতৃপক্ষের কাছে সকল শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। কিন্তুু তিনমাস পার হয়ে যাওয়ার পরও আবেদনের কোনো জবাব পাননি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন আবেদনের জবাব না পাওয়ায় আমাদের এই গণ কর্মসূচী বর্তমান বেতন থেকে বেতন না কমানো হলে। আমাদের অনেকের হয়তো পড়াশুনা করা সম্ভব হবেনা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়াশুনা করি বেশিরভাগ শিক্ষার্থীর নিজের খরচ নিজেকে বহন করতে হয়। তাই আমাদের দাবি একটাই আমাদের বেতন কমাতে হবে।
আরও পড়ুন:নির্বাচনের প্রস্তুতি: কমিটি পুনর্গঠন করছে বিএনপি
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ নুরুল হক বলেন। যে শিক্ষার্থীরা বেতন কমাতে আবেদন করেছিলেন। আবেদনের কাজ প্রক্রিয়াধীন চলছে। শিক্ষার্থীদের এ গণ কর্মসূচি কে সমর্থন করছি। আমরা কলেজ কতৃপক্ষ এ ব্যাপার যতদ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহন করব।