মোঃ ফজলে রাব্বী, মনপুরা প্রতিনিধি।।
প্রতিনিয়ত দেশের এবং দশের কল্যাণে নানান ধরনের উদ্ভাবন করেই যাচ্ছে ভোলা , মনপুরার খুদে বিজ্ঞানী খ্যাত মোঃ তাহাসিন । ইতিমধ্যে তাহসিন উদ্ভাবন করেছে চাইল্ড সেফটি ডিভাইস। মাত্র ২০ গ্রাম ওজনের এই ডিভাইসটি যে শিশুটি ব্যবহার করবে সেই শিশুটি পানিতে ডুবে যাওয়ার সাথে সাথে শিশুর অভিভাবকের মোবাইলে কল চলে যাবে এবং তার বাসায় স্বয়ংক্রিয়ভাবে এলার্ম বেজে উঠবে। খুদে বিজ্ঞানী তাহাসিন আরও আবিস্কার করেছে লাইফ সেফটি ডিভাইস। এই ডিভাইস ব্যবহারকারীর উপর কেউ হামলার চেষ্টা করলে হামলাকারী ২৫০ থেকে ৩৫০ ভোল্টের বৈদ্যুতিক শক পাবে।
এ ছাড়াও তাহাসিন আবিস্কার করেছে ফার্মার সেফটি মেশিন। যা ব্যবহার করলে একজন কৃষক রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা পাবেন। এ ছাড়া তীব্র গরমে দিবে বাতাস। সে আবিষ্কার করেছে ফার্মার হেল্পার মেশিন। এ মেশিনটি ব্যবহার করে কৃষকরা জমিতে পরিমাণমতো সার প্রয়োগ করতে পারবেন। অন্ততঃ পাঁচ জন কৃষকের কাজ এ মেশিনটি একাই করতে পারে। এটা ব্যবহার করা খুবই সহজ এবং পরিবেশবান্ধব। তার উদ্ভাবিত এ যন্ত্র ব্যবহারে আলাদা কোন খরচ হবে না।
চাইল্ড সেফটি ডিভাইস, লাইফ সেফটি ডিভাইস, ফার্মার সেফটি মেশিন কিংবা ফার্মার হেল্পার মেশিন-ই শুধু নয়, ক্ষুদে এ বিজ্ঞানী একে একে তৈরি করেছে ফার্মার এসিস্ট্যান্ট মেশিন, স্মার্ট থিপ টব সিকিউরিটি, স্মার্ট হর্ণ, স্মার্ট ডাস্টবিন, স্মার্ট ওয়াটার টেপ, ডোজ এলার্ম গ্লাস, স্মার্ট বৈদ্যুতিক টেস্টার, অটোমেটিক কার্টেইন অফেনার ও স্মার্ট শিপ স্টেবিলাইজার। এছাড়াও আরো কিছু উদ্ভাবনের কাজ তাহাসিনের চলমান রয়েছে। মোঃ তাহাসিন মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে আরো কিছু উদ্ভাবন দেশ ও জাতীকে উপহার দিতে চায় এজন্য সে সকলের কাছে দোয়া চেয়েছেন।