Homeরাজনীতিঅন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা পরিষদে শ্রমিকদের প্রতিনিধিত্ব চায় শ্রমিক অধিকার পরিষদ

অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা পরিষদে শ্রমিকদের প্রতিনিধিত্ব চায় শ্রমিক অধিকার পরিষদ

কাজী এহসানুল হক জিহাদ

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা পরিষদে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। বিভিন্ন অনলাইন মাধ্যমে অনেকেই এমন প্রচার চালাচ্ছেন। অনলাইনে দাবি সংবলিত পোস্টারও প্রকাশ করেছেন অনেকেই । প্রচারিত বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে দেখা যায় গনঅধিকার পরিষদ এর অঙ্গসংগঠন শ্রমিক অধিকার পরিষদ এর তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা এই প্রচারনা চালাচ্ছেন। এ বিষয়ে শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান এর সাথে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের।

উপদেষ্টা পরিষদে ছাত্র সহ সকল শ্রেনীর প্রতিনিধি থাকলেও শ্রমিক শ্রেনীর কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি আরোও বলেন পরবর্তীতে উপদেষ্টা পরিষদ বর্ধিত করা হলেও শ্রমিক শ্রেনীর কোনো প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শ্রম মন্ত্রনালয়ে উপদেষ্টা হিসেবে শ্রমিক রাজনীতির সাথে যুক্ত অথবা শ্রমগবেষনায় অভিজ্ঞ কেউই দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত বলে মন্তব্য করেন তিনি।

একযোগে তৃনমুল নেতৃবৃন্দের এমন প্রচার সম্পর্কে জানার জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন ২৪ সালের স্বৈরাচার পতনের আন্দোলনে শ্রমিক শ্রেনীর অবদানকে একটি মহল কৌশলে অপ্রকাশিত রাখতে চায়। তারা উপদেষ্টা পরিষদে শ্রমিক শ্রেনীর প্রতিনিধিত্ব রাখতে নারাজ। সাধারন জনগন এমন বৈষম্যের পক্ষে নয়।

এজন্যই নেতৃবৃন্দ এমন প্রচারনা চালাচ্ছেন। দাবির বিষয়ে আগামীর কর্মপরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করলে শীঘ্রই কেন্দ্রীয় মিটিং এ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে এবং দাবি আদায়ে গৃহীত কর্মপরিকল্পনা সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর