মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটেবিষ্ফোরক মামলায় মাহবুব আলম বাপ্পি (৩৫) ও সেকেন্দার আলী (৪৬) নামের দুজন আওয়ামীলীগের নেতাকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক মাহবুব আলম বাপ্পি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে উত্তর চকযদু এলাকার মোস্তাফিজুর রহমান (বকুল) এর ছেলে। এদিকে সেকেন্দার আলী উপজেলার খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি হিসেব দায়িত্ব পালন করে আসছিলেন। সে রসপুর এলাকার আজিজুল ইসলামের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে মারামারি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছিল। এঘটনায় ওই ইউনিয়নের জোতরামপুর এলাকার রাজু হোসেন বাদি হয়ে ২৬ জনকে আসামি করে অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে মামামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার প্রেক্ষিতে তাদের দুজনকে আটক করেন পুলিশ। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম জানান, মারামারি ও বিষ্ফোরক আইনে মামলার প্রেক্ষিতে আসামিদের আটক করে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।