Homeজেলানাগেশ্বরীতে পানিতে পরে শিশুর মৃত্যু

নাগেশ্বরীতে পানিতে পরে শিশুর মৃত্যু

মোঃ ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি)

অদ্য ০৪ নভেম্বর-২০২৪ রোজ সোমবার সকাল ০৭:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর বামনটারী গ্রামে পুকুরের পানিতে পরে এক শিশুর মৃত্যু ঘটে।

ঘটনার বিবরনে জানা যায় আজ ভোর ০৫:০০ ঘটিকার কিছু আগে বামনটারী গ্রামের মোঃ আল আমিন এর পুত্র মোঃ মিরাজ হোসেন (৫) ভোরে ঘুম থেকে উঠে তার দাদীর কাজের ফাকে একা একাই খেলতে থাকে, তার দাদী কাজে ব্যস্ত থাকায় নাতীর খেলার দিকে খেয়াল রাখতে পারেনি। পরে মিরাজের দাদীর প্রাত্যহিক কাজ কর্ম শেষ হলে নাতীকে নাতীকে নাম ধরে ডাকতে ডাকতে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না, এক পর্যায়ে প্রতিবেশির সহযোগীতা নিয়ে প্রতিবেশিরা সহ খুঁজতে গিয়ে সকাল প্রায় ০৭:০০ ঘটিকার দিকে দেখতে পায় তাদের বাড়ির সাথে লাগা পুকুরের ধারে পানিতে মিরাজ ভাসমান অবস্থায় পরে আছে, দ্রুত মিরাজকে পুকুর থেকে তুলে বাঁচানোর প্রাথমিক চেষ্টা করেও তাকে আর বাঁচানো যায়নি, কারন মিরাজকে পুকুর থেকে উঠানোর আগেই তার মৃত্যু ঘটেছিল বলে স্থানীয় একজন গ্রাম্য ডাক্তার নিশ্চিত করেন।


আরও পড়ুন:জাতীয় যুব দিবস উপলক্ষে মাগুরায় খাল পরিষ্কার


উল্লেখ্য, মিরাজের বাবা ও মা এর পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় তারা দু-জনেই গার্মেন্টস পোশাক শ্রমিক হিসাবে দীর্ঘদিন থেকে ঢাকায় অবস্থান করছেন আর শিশু বাচ্চা মোঃ মিরাজ হোসেন গ্রামে তার দাদীর কাছেই লালিত পালিত হয়ে আসছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর