Homeজেলামাগুরায় প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

মাগুরায় প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

এস এম শিমুল রানা মাগুরা প্রতিনিধি

মাগুরা ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাগুরা সদর উপজেলার মোট ৮,৫৩০ জন কৃষককে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় মাগুরা সদর উপজেলা চত্বর প্রাঙ্গণে সার ও বীজ বিতরণ উদ্ভোধন’র আয়োজন করেন উপজেলা কৃষি অধিদপ্তর।

মাগুরা সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ইসরাত জাহান , মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সহ গণমাধ্যম কর্মীরা।


আরও পড়ুন:জয়পুরহাট জেলার সুরের কোকিলা ভাওয়াইয়া, পল্লী গীতি ও লোকশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম


উদ্বোধনী দিনে কৃষকদের একাংশের মাঝে ০১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মৌসুমে কয়েক ধাপে সদর উপজেলার মোট ১৩,০০০ কৃষককে এই বীজ ও সার প্রদান করা হবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিস কার্যালয় নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর