Homeজেলাজয়পুরহাট জেলার সুরের কোকিলা ভাওয়াইয়া, পল্লী গীতি ও লোকশিল্পী বীর মুক্তিযোদ্ধা...

জয়পুরহাট জেলার সুরের কোকিলা ভাওয়াইয়া, পল্লী গীতি ও লোকশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম

লেখকঃ অধ্যাপক আব্দুর রাজজাক (রাজু) গ্রন্থঃ বরেন্দ্রভূমির বরেণ্যরা।

পরিচয়ঃ
নাদিরা বেগমের জন্মঃ গ্রামের বাড়ি জয়পুরহাট সদর থানার দাদরা জন্তিপুর গ্রামে। বিখ্যাত এই ভাওয়াইয়া কন্ঠশিল্পী জন্মগ্রহণ করেন।বাসাঃ সবুজ নগর জয়পুর হাট সদর রামদেও-বাজলা সরকারি হাইস্কুলের পূর্ব পার্শে। জয়পুরহাট সদর, জয়পুরহাট-৫৯০০।পিতা জনপ্রিয় গীতিকার কে,এম আব্দুল আজিজ।মাতাঃ মোসা রিজিয়া বেগম।নয় ভাই বোনের মধ্যে নাদিরা বেগম সবার বড়। শিল্পীর এক ছেলে ও এক মেয়ে।
পিতার পরিচয়ঃ


আরও পড়ুন:রাণীনগরে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন


পিতা কে,এম আব্দুল আজিজ ছিলেন ধ্রুপদী ও লোকসংগীত শিল্পী এবং বাংলাদেশের জনপ্রিয় গীতিকার। আবদুল আজিজ ১৯২২ সালের ২৮ ডিসেম্বর জয়পুরহাট জেলার দাদরা জন্তিপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
গীতিকারঃ
আব্দুল আজিজের লেখা (ক) কল কল ছলো ছলো নদী করে টলোমলো এবং(খ) আমার মন ভালো না গো আমার প্রাণ ভালো না গো এর মত বিখ্যাত ও জনপ্রিয় ৩ শতাধিক গানের গীতিকার ও সুরকার ছিলেন কে, এম আব্দুল আজিজ। কর্মজীবনে তিনি তেঘর হাইস্কুলের শিক্ষক ও পরে শিক্ষা বোর্ডের ইন্সপেক্টর ছিলেন। আব্দুল আজিজ ১৯৮২ সালে২ জুন ইন্তেকাল করেন।
লেখাপড়া।
শিল্পী খঞ্জনপুর হাই স্কুলে লেখাপড়া করেন। অতপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিয়ের সম্মান এবং এম এ ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবনঃ
উচ্চশিক্ষিত এই ভাওয়াইয়া শিল্পী কর্মজীবনে বিসিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
সংগীতঃ
শিল্পী নাদিরা বেগম ১৯৬০ সালে বাংলাদেশ বেতারের ভাওয়াইয়া ও লোক সঙ্গীতের শিল্পী হিসেবে তালিকা ভূক্ত হন।
সংগীত শিক্ষাঃ
শিল্পী নাদের বেগম প্রাথমিক জীবনে ওস্তাদ আমির উদ্দিন খান,ওস্তাদ নারায়ণ চন্দ্র বোস, আক্তার সাদমানী, ওস্তাদ বজলুল হক, ও ওস্তাদ ওমেদ আলী খাঁর নিকট সংগীতের তালিম গ্রহণ করেন।
নাদিরা বেগম
(ক) ভাওয়াইয়া একাডেমির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
(খ) পরবর্তীতে ভাওয়াইয়া পরিষদের চেয়ারম্যান। ও
(গ) বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেন।
পুরস্কারঃ
নাদিরা বেগম তার সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে বাংলাদেশ সরকার থেকে শিল্পকলা পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি ছোট বড় অনেকগুলি পুরস্কার অর্জন করেন।
মৃত্যুঃ
নাদিরা বেগম ৬ নভেম্বর ২০২৩ সালে হার্টের সমস্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকায় ভর্তি হন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন পরবর্তী সময় তাকে জয়পুরহাটের ঐতিহ্যবাহী রামদেও বাজলা হাই স্কুল মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থান দাদরা জন্তিপুর গ্রামে সমাহিত করা হয়।
শিল্পীর গাওয়া জনপ্রিয় গানঃ
(১) বাপই চ্যাংড়ারে গাছে চড়িয়া অমুক দুটা জলপাই।
(২) আমার মন মন ভালো না গো আমার প্রাণ ভালো না
(৩) জ্বালাইলে যে জ্বলবে আগুন নিভানো বিষম দায়। (৪) ওকি গাড়িয়াল ভাই কতই রবো আমি পন্হের
(৫) ও মুই অতি ভোরে গেনু জলের ঘাটে চকোয়া।
(৬) কেথা আওলাইলো মোরকে মনের হাউসে কেথা।
(৭) ও মোর সোনার চান পাখি গাড়িতে বসিয়া তুই
(৮) মাঝিরে কোন শাওরে ভাসাইলে রে ডিঙ্গা কোনবা

সর্বশেষ খবর