Homeজেলারাণীনগরে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

রাণীনগরে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিরার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, মুগ, খেশারী, শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬ হাজার ২৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।


আরও পড়ুন:রাণীনগরে ওলামাদের মানববন্ধন-প্রতিবাদ সভা


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর