কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ১২ নং আজমপুর ইউনিয়নের আলামপুর ১নং গ্রামে ৩০ হাজার টাকার পাটকারী আগুনে পুড়ে বশীভূত হয়ে গেছে।
শনিবার দুপুরে ৩:৩০ টার দিকে উপজেলার আলামপুর ১নং এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে , জানায়, আলামপুর ১নং এলাকায় লুৎফর রহমানের বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিল্ডিং ঘরের দ্বিতীয় তলায় পাটকারি গাদায় কারেন্টের শর্ট-সারকিটের কারণে আগুন লাগে বলে ধারণা করছেন এলাকার মানুষ পাটকারীতে লাগায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। দীর্ঘ ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে যাওয়া ঘরের মধ্যে আসবাবপত্র ও পাটকারি জিনিস দিয়ে প্রায় ১ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ওই বাড়ির মালিকের ।