Homeজেলালক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে ঘর মেরামতের উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে ঘর মেরামতের উপকরণ বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আঠিয়া বাজার এলাকায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে ঘর মেরামতের উপকরণ ০২ নভেম্বর (শনিবার) বিকেলে বিতরণ করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগীতায় এবং সি ডব্লিউ. ডি এ এবং সামাজিক নারী উন্নয়ন যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফ সহকারী মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) মো: আরিফ হোসেন।

আরও পড়ুন:সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, সি ডব্লিউ. ডি এ নির্বাহী পরিচালক পারভিন হালিম, সামাজিক নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুমা আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আয়োজকরা জানান, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রন্থ চর পাবর্তীনগর,মাছিমনগর, মতলবপুর গ্রামের অনেক পরিবার ক্ষতিগ্রস্থ বিএনএফ আর্থিক সহযোগীতায় সি ডব্লিউ. ডি এ এর মাধ্যমে ১০ জন এবং সামাজিক নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ১০জন সহ মোট ২০ জনকে ঘর মেরামতের প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

সর্বশেষ খবর