Homeউপজেলানাগেশ্বরীতে শিক্ষক সমিতি(বিটিএ)এর নির্বাচনী কমিশন গঠন।

নাগেশ্বরীতে শিক্ষক সমিতি(বিটিএ)এর নির্বাচনী কমিশন গঠন।

মোঃ ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি)

অদ্য ০২ নভেম্বর-২০২৪ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমী বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)র বিদ্যমান কমিটির মেয়াদ উর্ত্তীন হওয়ায় আগামীতে কমিটি নির্বাচনের জন্য সমিতি কতৃক আয়োজিত এক সাধারন সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর সভাপতি মোঃ আনিছুর রহমান প্রধান শিক্ষক, ডিএম একাডেমী, নাগেশ্বরী মহোদয়।

সভায় সভাপতি মহোদয় তার স্বাগত বক্তব্যে আলোচনার এক পর্যায়ে প্রস্তাব করেন যে যেহেতু বিদ্যমান কমিটির মেয়াদ গত প্রায় দুই বছর আগেই শেষ হয়ে গেলেও বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক কারনে নির্দ্দিষ্ট সময়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন করা সম্ভব হয়নি তাই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় এবং উপজেলার সকল শিক্ষকদের জোর চাওয়ার প্রেক্ষিতে এই কমিটিকে আপাতত বিদ্যমান রেখে নতুন কমিটি গঠনের জন্য একটি উপ কমিটি গঠন করা, যাতে ঐ উপ কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি সুন্দর নির্বাচিত কমিটি গঠন করা যেতে পারে। এই প্রস্তাবের উপর উপস্থিত সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন পর্যায়ক্রমে বিভিন্ন বক্তব্য ও আলোচনায় সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহন করেন যে ০৮ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে (১) জনাব মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক খেলারভিটা উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী মহোদয়কে প্রধান নির্বাচন কমিশনার ও (২) জনাব মোঃ আবুল কাসেম, প্রধান শিক্ষক পূর্ব সুখাতী বালিকা বিদ্যালয় (৩) জনাব মোঃ আব্দুস সাফি প্রধান শিক্ষক মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় (৪) জনাব মোঃ শাহাজাহান আলী সহ প্রধান শিক্ষক, সুখ্যাতী বিদ্যা নিকেতন (৫) জনাব মোঃ জুলফিকার আলী স্বপন, সহকারী শিক্ষক, পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় (৬) জনাব মোঃ ওমর ফারুক, সহকারী শিক্ষক, সমাজ কল্যান বালিকা একাডেমী (৭) জনাব মোঃ খায়রুল আলম, সহকারী শিক্ষক, গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয় (৮) জনাব মোছাঃ মোহছেনা পারভীন রীনা, সহকারী শিক্ষক, বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় কে সহকারি কমিশনার মনোনিত করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।


আরও পড়ুন:বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৪৭ জনের মামলা


সভায় শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ আনিছুর রহমান সহ প্রধান শিক্ষক জনাব মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক, জনাব মোঃ সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জনাব মোঃ সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক জনাব মোঃ রিয়াজুল হক, প্রধান শিক্ষক জনাব মোঃ নুর ইসলাম, প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কাসেম এবং সহকারী শিক্ষক জনাব মোঃ জাহিদুল ইসলাম খাঁন, সহকারি শিক্ষক জনাব ওমর ফারুক, সহকারি শিক্ষক জনাব মোঃ খায়রুল আলম, সহকারি শিক্ষক জনাব মোঃ জুলফিকার আলী স্বপন সহ সকল শিক্ষকগন গুরুত্বপুন বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর