Homeজেলালক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার এক যুগ পূর্তি ৪০ জন কোরআনের হাফেজকে অ্যাওয়ার্ড...

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার এক যুগ পূর্তি ৪০ জন কোরআনের হাফেজকে অ্যাওয়ার্ড প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৪০ জন কোরআনের হাফেজকে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের এ অ্যাওয়ার্ড দেয়া হয়। সদর উপজেলা পরিষদ হলরুমে সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দুটি অধিবেশনে এক মিলনমেলায় পরিণত হয়। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ পাওয়ায় আইডিয়ালের ৩০জন শিক্ষার্থীকেও অ্যাওয়ার্ড দেয়া হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী। প্রধান আলোচক ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম।

আরও পড়ুন:শেখ পরিবারের কারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: তাজউদ্দীনকন্যা

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামাতের আমির এস,ইউ ,এম রুহুল আমিন ভূঁইয়া, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ ইদ্রিস টুমচরী,হেফাজতে ইসলামের লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী , লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাবেক সভাপতি আহম মোস্তাকুর রহমানসহ ওলামায়ে কেরাম , আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ । যুগ পূর্তিতে দিনব্যাপী চলে নানান আনুষ্ঠানিকতা।

সর্বশেষ খবর