রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা শিক্ষার্থী জুবায়ের শেখের (১২) মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে ভেসে ওঠা দেখে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
জুবায়ের শেখ রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে এবং দৌলতদিয়া আঞ্জুমান ই কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে জুবায়ের ও তার দুই সহপাঠী দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসল করতে গেলে জুবায়ের হঠাৎ নদীতে ডুবে যায়। নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছিলেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন জানান, নদীতে ডুবে যাওয়ার পর স্থানীয়দের খোঁজাখুঁজি সত্ত্বেও জুবায়েরের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উদ্ধার অভিযান চালায়, কিন্তু প্রথমদিন সন্ধান মেলেনি। পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুনরায় অভিযান চালানো হলেও শিশুটিকে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম জানান, নদীতে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এই ঘটনায় নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।