Homeখেলানওগাঁর কৃতি সন্তান বাংলাদেশ ফুটবলের প্রথম অধিনায়ক বীর মুক্তি যোদ্ধা জাকারিয়া পিন্টু

নওগাঁর কৃতি সন্তান বাংলাদেশ ফুটবলের প্রথম অধিনায়ক বীর মুক্তি যোদ্ধা জাকারিয়া পিন্টু

মাসুদ সরকার ,ধামইরহাট, নওগাঁ।।

পরিচয়

বরেন্দ্রভূমির সূর্যের সন্তান একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া পিন্টু জন্ম ১ জানুয়ারি ১৯৪০ নওগাঁ জেলার সদর থানায়। স্ত্রীঃ হাসিনা বেগম। তিন মেয়ে ও এক ছেলে। জাকারিয়া পিন্টুর স্ত্রী ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি একজন বাংলাদেশের সাবেক পেশাদার ফুটবল খেলোয়ার। তিনি নওগাঁ কে,ডি স্কুলও নওগাঁ সরকারি কলেজে লেখাপড়া করেন।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের ফুটবলটিম

পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের একটি ফুটবল দল মুক্তিযুদ্ধের পক্ষে দেশে ও দেশের বাইরে মুক্তিযোদ্ধাদের সাহাযার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়। সেই দলটির অধিনায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন জাকারিয়া পিন্টু।

নতুন ইতিহাস সৃষ্টি পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালের প্রথম ফুটবল দল এটি। বর্তমানে ফিলিস্তিন ফুটবল দল এই ধরনের তহবিল সংগ্রহ ও জনমত গঠন করছে। ৩৪ জন খেলোয়াড়ের সাথে ম্যানেজার ও কোচ সহ সৰ্বমোট ৩৬ জন খেলোয়াড়কে নিয়ে গড়া ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।

সহ-অধিনায়ক ছিলেন প্রতাপ শংকর হাজরা, ব্যবস্থাপক তানভির মাজহারুল ইসলাম (তারা) প্রশিক্ষক ছিলেন ননি বসাক। জাকারিয়া পিন্টু ছিলেন রক্ষণভাগের খেলোয়াড়।

১৯৭৩ সালের মেরভেকা টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল দলকে নেত্রোত্ব দেন জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টুর আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের অভিষেক হয় থাইল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দিয়ে।
১৯৯৫ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ক্রীড়া বিভাগের স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৬৮ সাল থেকে ১৯৭৫ সাল পর‍্যন্ত ৮ বৎসর মোহামেডানের অধিনায়কের দ্বায়িত্বে ছিলেন। নওগাঁ শহরে কৃষ্ণ ধর (কে.ডি) হাইস্কুলে মাত্র ১০ বছর বয়সে ফুটবলের হাতে খড়ি। জাকারিয়া পিন্টুর ছোট ভাই ও বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলোয়ার ছিলেন।

ফুটবল খেলা থেকে অবসর গ্রহণের পর মোহাম্মদ জাকারিয়া পিন্টু বাকি সময়টা ফুটবলকে সু সংহত করতে নওগাঁসহ সমস্ত বাংলাদেশে কাজ করেন এবং তিনি ফুটবল খেলার উপরে বই লিখেন।কৃতি ফুটবলার জাকারিয়া পিন্টু নওগাঁ বাংলাদেশের ফুটবল জগতের অহংকার অহংকার।

মো. আব্দুর রাজজাক (রাজু) সহকারী অধ্যাপক।
গ্রন্হঃ বরেন্দ্রভূমির বরেণ্যরা। পর্বঃ২৮

সর্বশেষ খবর