Homeজেলাবগুড়ার শেরপুরে আগুনে দোকান ভষ্মিভুত

বগুড়ার শেরপুরে আগুনে দোকান ভষ্মিভুত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার শেরপুরে আগুনে ভষ্মিভুত হয়েছে একটি দোকান ও অটো রিকশার গ্যারেজ। বৃহস্পতিবার বেলা একটায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন মহিপুর বাজারে এই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।

স্থানীয়রা জানান, দুই ভাই নামক ওই ব্যবসা প্রতিষ্ঠানের এক অংশে বিদ্যুৎ চালিত অটো রিকশার গ্যারেজ ও আরেক অংশে অটো রিকশার যন্ত্রাংশ বিক্রি করা হতো। বৃহস্পতিবার দুপুরে গ্যারেজের অংশে আগুনের সূত্রপাত লক্ষ্য করেন স্থানীয়রা। এপর ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যারেজের অটো রিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক সট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে স্থানীয়দের ধারনা।

দুই ভাই দোকানের মালিক সাইফুল ইসলাম বলেন, “আমার গ্যারেজে ৪টি অটো রিকশা ও দোকানে রাখা যন্ত্রাংশ পুড়ে গেছে। আমার কমপক্ষে ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়র সার্ভিসের স্টেশন মাস্টার বখতিয়ার উদ্দিন বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারন ও ক্ষতি নিরূপনে তদন্ত করা হচ্ছে।“

সর্বশেষ খবর