Homeজেলাপাবিপ্রবিতে গবেষণা শেখার ওয়ার্কশপ শুরু করেছে সলভার গ্রিন।

পাবিপ্রবিতে গবেষণা শেখার ওয়ার্কশপ শুরু করেছে সলভার গ্রিন।

মিকাইল হোসাইন,পাবিপ্রবি প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব সলভার গ্রিন এর উদ্যোগে প্রথমবারের মতো গবেষণা ভিত্তিক কোর্স “Unlocking Research: From Concept to Publication” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবর (বুধবার) বিকাল ৫টায় এক্সাম হল ভবনে ৭ দিন ব্যাপি ওয়ার্কশপের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।

সলভার গ্রিন থেকে জানানো হয় , কোর্সে থাকছে ৭ টি ওয়ার্কশপ যেখানে গবেষণার টপিক সিলেকশন থেকে শুরু করে গবেষণা ব্যবহার করে বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত বেসিক টু এডভান্স সকল ধারণা দেওয়া হবে। ২ টি অনলাইন ও ৫ টি অফলাইন ওয়ার্কশপে গবেষণার পড়াশোনা সহ শিক্ষকেরা তাদের নিজ নিজ ফিল্ডে কি কি ধরনের গবেষণা হয় সেটা আলোচনা করবেন। প্রত্যেক ওয়ার্কশপ শেষে থাকবে প্রশ্নোত্তর পর্ব।

ওরিয়েন্টেশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক এবং পরিবহন প্রশাসন প্রধান অধ্যাপক ড. মো: কামরুজ্জামান।


আরও পড়ুন:সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কার দেবে বিসিবি


অন্যন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন, সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো: আব্দুর রহিম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো: নুর আলম, ইলেকট্রিক এবং ইলেকট্রোনিকাল ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক মো: ফিরোজ আলী, এবং ইইসিই বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল।

এছাড়াও বক্তব্য রাখেন solver green এর সাবেক সভাপতি খায়রুল বাসার, সভাপতি সাব্বির ইফতেখার সাকিব এবং সাধারণ সম্পাদক আনিকা আশরাফী ।

সর্বশেষ খবর