শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুরে পৌরসভার রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে কর্তৃপক্ষ। বুধবার বেলা ১২ টায় বিভিন্ন স্থানে আদালত পরিচালনা করে অর্থদন্ড প্রদান এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।
শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট এস এম রেজাউল করিম এই আদালত পরিচালনা করেন। এসময় শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মো: ফয়জুল ইসলাম ও বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শেরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।
শেরপুর পৌরসভা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ পৌর শহরের রাস্তায় ও ঢাকা বগুড়া মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মাণ সামগ্রী ও ট্রাক ভ্যান রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ৪৫০ সিএফটি বালু ও ২০ সিএফটি খোয়া জব্দ করা হয়।
এবিষয়ে শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, পৌর শহরের আঞ্চলিক ও মহাসড়ক প্রতিবন্ধকতা মুক্ত রাখতে আমরা কাজ করছি। আগামাী সোমবার থেকে ব্যপক পরিসরে অভিযান পরিচালিত করা হবে। এর মধ্যে নিজ দায়িত্বে প্রতিবন্ধকতা অপসারন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান করা যাচ্ছে।