Homeজেলারায়পুরে ৪ হাজার কৃষককে বীজ, সার ও নগদ টাকা বিতরণ

রায়পুরে ৪ হাজার কৃষককে বীজ, সার ও নগদ টাকা বিতরণ

আশরাফুল আলম জীবন রায়পুর লক্ষীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৪ হাজার কৃষকদের মাঝে শীতকালীন সবজির ৮ জাতের বীজ, সার ও নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রায়পুর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে এ সার বীজ ও টাকা বিতরণ করা হয়।

চলতি অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, গম, মসুর ডাল, ভূট্টা, খেসারী, মুগ, ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা শুরু হয়।

উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পান্না বেগম প্রমুখ।


আরও পড়ুন:উত্তর গাজায় ভয়ংকর ইসরায়েলি হামলার ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র


কৃষি অফিস জানায়, রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে রবি প্রণোদনার ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৪ হাজার জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এছাড়া গম, ভুট্টা, শীতকালীন পিয়াজ, সরিষা, মসুর ডাল, খেসারি ডাল ও মুগ বিতরণ করা হবে।

সর্বশেষ খবর