কাজী এহসানুল হক জিহাদ।।
গাজীপুর মহানগর এর কোনাবাড়ী মেট্রো থানা যুব অধিকার পরিষদ এর নবগঠিত কমিটি নিয়ে গাজীপুর জেলা ও মহানগর এর গনঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছে। ফলশ্রুতিতে নবগঠিত কমিটিকে বয়কট করে অপর পক্ষ ২৯/১০/২৪ তারিখে অন্য একটি কমিটি ঘোষণা করেছে।
গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতা মাহফুজুর রহমান এ বিষয়ে গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদ এর সভাপতির সাথে ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে ব্যার্থ হন। ফোনালাপের অডিও এরইমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রকাশ হওয়া ঐ অডিওতে সভাপতি জুয়েল রানাকে বলতে শোনা যায় জেলা গনঅধিকার পরিষদ এর নেতা মান্নান হাওলাদার তাকে এবং সাধারণ সম্পাদককে না জানিয়ে তাদের স্বাক্ষর কোনোভাবে অনলাইন থেকে সংগ্রহ করে ২৯/১০/২৪ তারিখে নতুন একটি কমিটি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা পোস্ট পর্যালোচনা করে দেখা যায় উভয়পক্ষই একে অপরকে আওয়ামী সমর্থকদেরকে পূনর্বাসনের অপচেষ্টার দায়ে অভিযুক্ত করছে।
সম্পূর্ণ বিষয়ে আরোও তথ্য সংগ্রহের জন্য এই প্রতিবেদক গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন ২৯/১০/২৪ তারিখে প্রকাশ হওয়া কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না, পূর্বের কমিটিই বহাল থাকবে। এ বিষয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদ তাদের অবস্থান স্পষ্ট করবে বলেও জানান তিনি।