Homeচোরের উৎপাতচোরের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে কয়রাবাসী

চোরের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে কয়রাবাসী

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার সকল ইউনিয়নে চোরের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। প্রায় রাতেই ঘটছে দুর্ধর্ষ চুরির ঘটনা।

অতিষ্ঠ এলাকাবাসী চোরের উৎপাত প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। যদিও চোর চক্রকে খুঁজে বের করতে বিশেষভাবে কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন।

গত দুই সপ্তাহে ইউনিয়নের একাধিক গ্রামে বাড়ির সিঁদ কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নের অন্তত দশটি ভ্যান গাড়ি এবং বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছে।
সংঘটিত এসব চুরির ঘটনা পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ বসতবাড়ির সিঁদ কেটে ঘরে প্রবেশ করে চোর চক্র। এরপর ঘর থেকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ গরু এমনকি ব্যাটারি চালিত ভ্যান চুরি করে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্থরা জানান, মধ্যরাত থেকে শেষরাতের সময়টাতে চোরেরা কোনো ঘরের টিন কেটে, কোনো ঘরে সিঁদ কেটে আবার কোনো ঘরের তালা ভেঙে বাড়িতে ঢুকে নানা কৌশলে মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে।


আরও পড়ুন:মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত


খোঁজ নিয়ে জানা যায়, গত দুই সপ্তাহে কয়রার মঠবাড়ি,মহারাজপুর,কালনা,ফুলতলা,বামিয়া বাঁশ খালি সহ বিভিন্ন গ্রাম থেকে প্রায় ২০/২৫ টি ব্যাটারিচালিত ভ্যান চুরি করেছে চক্রটি।যেটা ছিল সে সকল ভ্যানচালকদের একমাত্র আয়ের উৎস।
গতরাতে( মঙ্গলবার) বামিয়ার বাঁশখালী থেকে এ চক্রের দুজন সদস্য এলাকাবাসীর হাতে ধরা পড়ে।

সর্বশেষ খবর