Homeবিনোদনকারাগারের স্মৃতি চারণ করলেন পরিমণি

কারাগারের স্মৃতি চারণ করলেন পরিমণি

বর্তমান সময়ে বাংলাদেশী নায়িকাদের মধ্যে ট্রেনডিংয়ে রয়েছে পরিমণি। সিনেমার থেকেও তার ব্যক্তিজীবন নিয়েই চর্চিত হয় বেশি। ঢাকাই সিনেমার এই অভিনেত্রীর একাধিক বিয়ে, পরকীয়া, ডিভোর্স সবকিছুই স্যোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে একাধিক বার। তাছাড়াও নানান বিতর্কের কারনে পুলিশ প্রসাশন, মামলা-মোকদ্দমা এমনকি জেল খাটতেও হয়েছে এই অভিনেত্রীকে।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে কারাগারের নানা রকম অভিজ্ঞতার বিষয়ে কথা বলেছেন পরি। এমনকি পরি এটাও বলেছেন যে, জেলে নাকি গালি শেখার বহু সুযোগ রয়েছে। তিনিও অনেক গালি শিখেছে কারাগারে বন্দী অবস্থায়।

সাক্ষাৎকারটিতে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল আবদ্ধ জেলে থেকে বিশেষভাবে কি শিখেছেন পরি। তখন পরিমণি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখান থেকে কি ভালো কিছু শিখব বলেন? আমি সেখান থেকে প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা (কয়েদিরা) সারাক্ষণ এ-ই করত। আর কি শিখব। দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে।’

এ সময়ে পরি আরও বলেন, ‘জেলে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। যেন পুরো একটা ভিন্ন জগৎ। সেখানে এমন অনেকে ছিলেন যারা ৪০ বারের বেশি জেলে গেছেন। মুখে কেউ কেউ ব্লেড নিয়ে ঘুরছে! গ্রুপিং, বিচিং হতো সেখানে। টাইমপাস করার জন্য সেখানে অনেকেই ইচ্ছা করে ঝগড়া করত।’

জেল থেকে মুক্তি পাওয়া প্রসঙ্গে পরিমণি বলেন, ‘যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। কারণ অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার কেউ কেউ খুশিও ছিলেন এই ভেবে যা গেলে বাঁচি!’

উল্লেখ্য, কয়েক বছর আগে নাসিরুদ্দিন নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে পরিমণির মাদককাণ্ড সামনে আসে যাতে মামলা হয় পরির নামে। সেই মামলার শাস্তি স্বরূপ ২৬ দিন কারাগারেও থাকতে হয়েছিল এই আলোচিত নায়িকাকে।

সর্বশেষ খবর