Homeজেলাঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ২ দিনে আটক ৩১

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ২ দিনে আটক ৩১

নাজমুস সাকিব, ঝিনাইদহ।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তীদেশ ভারতে যাওয়ার সময় ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবি ও সোমবার (২৮ অক্টোবর) ২ দিনে ৩১ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বেশিরভাগই নারী। এরমধ্যে ১৯ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। আটকৃতরা ঢাকা, বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ নারীকে আটক হয়েছে। পরে আন্তঃসীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে ওসব এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে নারী-পুরুষসহ ৩১ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, চলতি অক্টোবরে এ পর্যন্ত মোট ২৫৫ জনকে আটক করে বিজিবি।

সর্বশেষ খবর