Homeজেলাকুড়িগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কুড়িগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনি সময়। এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মনজুর-এ মোর্শেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. গোলাম মুহাইমেন, সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা সাদাত শাহরিয়ার, জেনারেল হাসপাতালের শিশু ও মানষিক রোগ বিশেষজ্ঞ রুমানা হক, মেডিকেল অফিসার ডা. জেবা নুরি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার ডা. জিনিয়া প্রমুখ। এ সময় বক্তৃতারা, মানুষিক স্বাস্থ্যের উপর জোর দিয়ে বিভিন্ন আলোচনা করেন। আলোচনা সভা শেষে একটি বন্যাঢ় র্যালী বের হয়।


আরও পড়ুন:নানা আয়োজনের মধ্য দয়ে ধামইরহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর-এ মোর্শেদ বলেন, শুধু চিকিৎসকের উপর নির্ভর না হয়ে পারিবারিক ও সামাজিক ভাবে মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।

সর্বশেষ খবর