Homeজেলা১০ বছর পর সম্মেলন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক

১০ বছর পর সম্মেলন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক

সম্পাদক মোসারব রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দীর্ঘ ১০ বছর পর নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিএনপির আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে। ৩১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এছাহক আলী (মোটরসাইকেল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এসএম আল-ফারুক জেমস (আনারস প্রতীক) পেয়েছেন ২২০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৬৬ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসারব হোসেন (ফুটবল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এমদাদুল ইসলাম (মোরগ প্রতীক) পেয়েছেন ৯১ ভোট। এছাড়া ৩৫৪ ভোট পেয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেজবাউল হক লিটন (গোলাপ ফুল প্রতীক) ও ২১০ ভোট পেয়ে ২নং সাংগঠনকি সম্পাদক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন (হাতী প্রতীক)।

সম্মেলনে বেলা ১১টা থেকে ব্যালট পেপারে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলে বিকাল ৩টা পর্যন্ত। এ সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির মোট ৫৬৮ জন ভোটার। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩৮জন।

উপজেলা বিএনপির সদস্য মখলেছুর রহমান বাবুর সভাপতিত্বে ও সদস্য কাজী রবিউল ইসলাম এবং আব্দুল মজিদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য লে: কর্ণেল (অবঃ) আব্দুল লতিফ খান।

উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপি আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তার বক্তব্য দেন, জেলা বিএনপি সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।


আরও পড়ুন:কুড়িগ্রামে পাঁচটি নয় একটি প্রেসক্লাব চাই দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিউল আযম রানা, জেলা বিএনপি সদস্য এসকেএম ইকবাল, জেলা বিএনপি সদস্য শ,ম আল কাফি তুহিন, জেলা বিএনপি সদস্য শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু প্রমুখ।

সর্বশেষ খবর