Homeজেলাপদ্মায় যৌথ বাহিনীর ট্রলার তল্লাশী, আগ্নেয়ান্ত্রসহ আটক-৪

পদ্মায় যৌথ বাহিনীর ট্রলার তল্লাশী, আগ্নেয়ান্ত্রসহ আটক-৪

রাজবাড়ী প্রতিনিধি।।

রাজবাড়ীর পদ্মা নদীতে পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চলাকালে একটি ট্রলার থেকে দুটি আগ্নেয়ান্ত্রসহ ৪ যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার লঞ্চঘাট এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, রাজবাড়ী জেলার কাচরন্দ এলাকার আবু বক্কার মুন্সির ছেলে মোঃ জীবন্ত মুন্সি (২০), আজাদ শেখের ছেলে নাছির উদ্দিন শেখ(১৯), পাবনা জেলার ধারাই এলাকার রহমত সরদারের ছেলে রশিদ সরদার (৫৫) ও ঢালার চর এলাকার আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা(২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌ-পুলিশ, গোয়ালন্দ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি যাত্রীবাহী ট্রলারে ইলিশ পাচার হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তল্লাশী করলে একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশী পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোত্যি বিকাশ চন্দ্র জানান, ইলিশ রক্ষায় যৌথবাহিনী নিয়ে পদ্মায় অভিযান চালাই। এসময় একটি যাত্রীবাহী ট্রলারে পাচার হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তল্লাশীর সময় ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সেই সাথে অস্ত্র নিয়ে যাওয়ার দায়ে চার যুবককে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, এ ব্যপারে দৌলতদিয়া নৌপুলিশ ফারিতে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুুতি চলমান আছে।

সর্বশেষ খবর