Homeবাংলাদেশরাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মোঃ আশরাফুল ( কয়রা প্রতিনিধি )
শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই—সম্প্রতি এই মন্তব্য করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছে।তাদের সাথে একাত্মতা প্রকাশ করে, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।সভায় বক্তারা বলেন , অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাষ্ট্রপতি সকলকেই আমরা ফ্যাসিবাদের ধারক ও বাহক মনে করি। এই আওয়ামী লীগের অঙ্গ সহযোগী হিসেবে ছাত্রলীগের কর্মীরা দেশে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল ।

আরও পড়ুন:কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ

এই সংগঠন কে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করে ছাত্ররা ।মিছিল শেষে মসজিদ আবু বকরের সামনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল, গোলাম রব্বানী, মোহসিন আলম, সুজন, আল-আমীন, খালিদ, টিটু, মিন্টু প্রমুখ। মিছিল ও সমাবেশে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Exit mobile version