রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।
“ছাত্র-শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষ্যে এক র্যালি বের করা হয়। এ অভিযান আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে, পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইঁদুরের ক্ষতি নিধরশন ও ইঁদুর দমনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।