রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।
মাত্র তিন বছর বয়সে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের দেলোয়ার হোসেনের শিশু কন্যা মোছা. দোহা জান্নাত । তিন মাস আগে শিশুটির শারিরীক অবস্থার অবনতি ঘটলে শিশুর মা শারমিন আক্তার তাঁর সন্তানকে নিয়ে স্থানীয় চিকিৎসকদের শরানপন্ন হন । কিন্তু স্থানীয় চিকিৎসরা কোন রোগ ধরতে না পারায় সন্তানকে নিয়ে ঢাকায় ছুটে যান মা শারমিন । পরে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটির পরিক্ষা নিরীক্ষার জন্য ঢাকা ডিএমএফআর ডায়াগনষ্টিক সেন্টারে পাঠালে সেখানে পরীক্ষায় শিশুটির ব্লাড ক্যান্সার ধড়া পড়ে । শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা গ্রহনের পরামর্শ দেন চিকিৎসক । এরপর কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলে শিশু দোহার । এক পর্যায়ে অর্থ সংকটের কারনে শিশুকে নিয়ে সেখান থেকে ফিরে আসেন শিশুর মা । পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে । সেখানে চিকিৎসার এক পর্যায়ে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসেন তার মা।
শিশুর মা শারমিন আক্তার জানান, তাঁর স্বামী প্রবাসে শ্রমিকের কাজ করেন । তাঁর সামান্য আয় দিয়ে কোন মত সংসার চলে কিন্তু সন্তানের চিকিৎসা করার মত সামর্থ নেই তাঁদের । বর্তমানে অর্থ সংকটে বন্ধ হওয়ার পথে সন্তানের চিকিৎসা ।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত শিশুটির চিকিৎসা করতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন । এই বিশাল অংকের টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব । এখন সন্তান দোহাকে নিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মায়ের বাড়িতে অবস্থান করছেন মা শারমিন আক্তার । শিশুর মা সন্তানের জীবন বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবান মানুষের সহযোগীতা চেয়েছেন । সাহায্যে পাঠনোর জন্য বিকাশ নম্বর-০১৩১৫৩৪৮১৩১ ।