Homeজেলাআটক ভারতীয় নাগরিকের জামিন

আটক ভারতীয় নাগরিকের জামিন

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।

মামলার সাজা এক বছর, হাজত খাটছেন আট বছর, তিনি একজন ভারতীয় নাগরিক। আসামির নাম: মো: সনু আলী (২৮) পিতা: শাকের আলী গ্রাম: করমনগর জেলা: হাওড়া, কলকাতা, ভারত। গ্রেফতারের তারিখ: ১৭/১১/২০১৬ ধারা: The Control of Entry Act 1952 – এর (ঘ) ধারা।

উক্ত ধারায় সর্বোচ্চ সাজা অর্থদন্ড সহ এক বছর। বিনা বিচারে প্রায় ৮ বছরের হাজতবাস। হাজতী আসামির উপস্থিতিতে জামিন -শুনানী হয় ২৪/১০/’২৪ সকাল, ১১ টা, বিজ্ঞ এম এম ৫ম নুসরাত জাহান জিনিয়ার আদালত, চট্টগ্রাম।

আসামী পক্ষে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক নিয়োজিত বিজ্ঞ এডভোকেট রফিকুল আহসান ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান ও অন্যান্য মানবাধিকার আইনবিদগণ শুনানীতে অংশ নেন।

মামলা নং জি.আর. ২০৬/১৬।বিচারক নুসরাত জাহান জিনিয়ার চোখে বিষয়টি প্রথমে ধরা পড়ে। তিনি নিজেই বিষয়টি মানবাধিকার আইনবিদদের নজরে আনেন। গুরুতর মানবাধিকার লংঘনের এ ঘটনায় তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার আইনবিদগণ। অথচ দীর্ঘ আট বছর কারা কতৃপক্ষের কিংবা সংশ্লিষ্ট কারো নজরে আসেনি বিষয়টি।

Exit mobile version