রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং ষড়যন্ত্রকারীদের সাহস যুগিয়েছেন। তাকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা ও সাজা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
তিনি দাবি করেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যা শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ মিলে করছে। দেশের মধ্যেও কিছু কুলাঙ্গার রয়েছে, যারা বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চায়। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’
ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ১৭ বছরের লড়াই তুলনারহিত। তিনি জীবনকে বিপন্ন করে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার কারাবরণ করেছেন, কিন্তু দেশবাসীকে ছেড়ে যাননি।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্বৈরাচারের পতন ঘটালেই সব সমস্যার সমাধান হবে না। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় এবং ব্যাংক লুট ও রাষ্ট্রের টাকা লুটপাট করে নিজেদের শক্তিশালী করেছে। তাদের হাতে অবৈধ অস্ত্র রয়েছে, যা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিশৃঙ্খলা করা যাবে না।’