Homeরাজনীতিনতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে: নজরুল ইসলাম খান

নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে: নজরুল ইসলাম খান

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য। বুধবার সকালে অনুষ্ঠিত এ বৈঠক শেষে বিনিপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সংকট দূর করতে হবে।’

দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যমুনায় প্রবেশ করেন।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক অনির্ধারিত, তবে তারা বলছেন, চলমান সংলাপের অংশ।

সর্বশেষ খবর