বলিউডে এক কথার মানুষ হিসেবে যিনি পরিচিত, তিনি সালমান খান। তার মুখ থেকে বের হওয়া কথা কখনো বিফলে যেতে দেন না এই অভিনেতা। একবার কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে সেটি পালন করেন ভাইজান। যার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন ‘সিংহাম এগেইন’ সিনেমায় নিজের প্রতিশ্রুতি দেয়া শুটিংয়ে অংশগ্রহণ করে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সালমান খান তার ব্যক্তিগত জীবন নিয়ে এতো ঝুঁকি থাকা সত্ত্বেও নিজের কথা রাখতে যোগ দিয়েছেন সিংহামের শুটিংয়ে। রোহিত শেঠির পরিচালনায় চুলবুল পান্ডে চরিত্রে একটি বিশেষ ক্যামিও হিসেবে এতে উপস্থিত থাকবেন সালমান। সিনেমাটিতে আরো রয়েছেন অক্ষয় কুমার, রণবীর সিং, কারিনা কাপুর ও দীপিকা পাড়ুকোনের মতো তারকা।
এর আগে একটি সূত্র জানিয়েছিল যে, সালমান সিংহামের শুটিংয়ের জন্য একদিন বরাদ্দ করেছেন এবং রোহিত শেঠিও এর জন্য প্রস্তুতি শুরু করেছিলেন।
তাই নিজের প্রতিশ্রুতি রাখতে সালমান তার বন্ধু রোহিত ও অজয় দেবগনকে দেয়া কথা রাখছেন। জীবনের নিরাপত্তা হুমকির মাঝেও শুটিং করছেন সিনেমাটির।
এছাড়াও বেশ কয়েক বছর আগে প্রকাশ্যেই রোহিত শেঠির অনুরোধে তিনি কথা দিয়েছিলেন যে বলিউডের এই পুলিশ জগতে ‘চুলবুল’ অবতারে হাজির হবেন তিনি। এক জনপ্রিয় রিয়্যালিটি শো-এর মঞ্চে দাঁড়িয়ে এই প্রসঙ্গে রোহিতের উদ্দেশ্যে সালমান বলে উঠেছিলেন, ‘আমি যদি একবার কোনও ব্যাপারে কথা দিয়ে ফেলি তাহলে সেটা পূরণ করি!’
সম্প্রতি ভারতের ব্যাপক আলোচিত বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর জীবন নিয়ে শঙ্কায় সালমান খান।
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিককে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।
ইতোমধ্যেই বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন। শুধু তাই নয়, তার দাবি, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। সালমানকে ক্ষমা চেয়ে ৫ কোটি টাকা দেয়ার দাবিও জানিয়েছে দৃষ্কৃতকারীরা।