Homeউপজেলাইরহাট উপজেলা জুড়ে পলেথিন ব্যাগের অবাধ ব্যবহার

ইরহাট উপজেলা জুড়ে পলেথিন ব্যাগের অবাধ ব্যবহার

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
পলেথিন ব্যাগ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত থাকলেও নওগাঁর ধামইরহাট উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ পৌরসভায় পলেথিন শপিং ব্যাগের অবাধ বিক্রি ও ব্যবহার চলছে দিদারছে। মুদি দোকান, কষাইখানা, পানের দোকান, ভাজার দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে সর্বত্রই পলেথিন ব্যবহার অব্যহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোন বাধা না থাকায় অবাধে বিক্রি ও ব্যবহার হচ্ছে।
সরজমিন বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ধামইরহাট উপজেলা ছোট বড় সব ধরনের বাজারের দোকানে এখন বহু ধরনের ভিন্ন ভিন্ন সাইজের পলেথিন ব্যাগ বাজার জাত হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী দোকানে দোকানে এ সব পলেথিন সরবরাহ করে থাকে।

আরও পড়ুন:ভূমি দস্যুর হাত থেকে পঞ্চগড়ের ডাহুক নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধ।

সরকারি ভাবে পলেথিন ব্যবহার নিষিদ্ধ করলেও ধামইরহাট উপজেলায় প্রশাসন এর কোন প্রতিকারের উদ্যোগ নিচ্ছে না। উপজেলার বিভিন্ন দোকান গুলোতে প্রকাশ্যে অবাধে পলেথিন ব্যাগ বিক্রি হচ্ছে। পলেথিনমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এলাকার সচেতন মহল প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
Exit mobile version