Homeজেলাভূমি দস্যুর হাত থেকে পঞ্চগড়ের ডাহুক নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধ।

ভূমি দস্যুর হাত থেকে পঞ্চগড়ের ডাহুক নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধ।

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়

ভূমি দস্যুর হাত থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুই ইউনিয়নের এলাকাবাসিরা। মঙ্গলবার দুপুরে ডাহুক নদী পার্শবর্তী শালবাহান ও বুড়াবুড়ি ইউনিয়নের পাঁচ গ্রামের এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাকার সভাপতি এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল খায়ের, এলাকাবাসি,মাহফুজুর রহমান,মসিরুল হক,মজিবুল হক,প্রমূখ। বক্তারা বলেন ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের নেতা শেখ কামাল ও তার লোকজন নদী দখল করে অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন করে নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট করে ফেলেছে,কিন্তু দির্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুরাহা পাইনি এলাকাবাসীরা।


আরও পড়ুন:ঝিনাইদহে নদী যেন এক ডাস্টবিন


তাই বর্তমান অন্তর্বর্তীন সরকারের নিকট নদী দখল মুক্ত সহ ভূমি দস্যুদের বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করেন এলাকাবাসীরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) আব্দুল কাদের।

সর্বশেষ খবর