Homeআগুনে ভস্মীভূতআগুনে পুড়ল শেরপুরের পোল্ট্রি ফিড কারখানা

আগুনে পুড়ল শেরপুরের পোল্ট্রি ফিড কারখানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
 বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের পোল্ট্রিএন্ড ফিস ফিড লিমিটেডেরকারখানা আগুনে ভস্মীভূত হয়েছে।
সোমবার(২১ অক্টোবর) রাত পৌনে একটায় উপজেলারকুসুম্বি ইউনিয়নের বাগড়া চকপোতা এলাকায় এই কারখানার আগুনেরঘটনা ঘটে। এতে কারখানাটিরযন্ত্র, কাঁচামালএবং উৎপাদিত মালামাল পুড়ে গেছে।  কারখানার শ্রমিক ও ফায়ারসর্ভিস সূত্রে জানা যায়, রাত একটার দিকে কাখানার পশ্চিম অংশের গুদামে আগুনের সূত্রপাতহয়। এসময় শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।ততক্ষণে আগুন বিস্তার লাভ করে।

আরও পড়ুন:রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র সচিব, বক্তব্য দেবেন ব্রিকস সম্মেলনে

খবর পেয়ে শেরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুননিয়ন্ত্রণের চেষ্টা করে। এর পরে আরও তিনটি স্টেশনের ৫টি ইউনিট এসে যুক্ত হয়। প্রায়৫ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়াযায়নি। আলাল গ্রুপের পোল্ট্রি এন্ড ফিস ফিডলিমিটেড এই কারখানার হিসাববিভাগের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, আগুনেবিনষ্ট ফিড তৈরীর কাঁচামাল,মেশিনারিজ এবং গোডাউনের ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ৪৭ কোটি টাকা। এ নিয়ে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বখতিয়ার উদ্দিন বলেন, ওই দিবাগত রাতএকটা থেকে শেরপুর, ধুনট,শাজাহানপুর ও বগুড়ার ফায়ারসার্ভিস স্টেশনের ৬টি ইউনিট অন্তত ৫ ঘন্টা পানিঢেলে আগুন নিয়ন্ত্রণে এনেছে।আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতিরপরিমাণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে। রঞ্জন কুমার দেশেরপুর বগুড়া।

সর্বশেষ খবর