Homeজেলাযুবদল নেতাকে সকালে গ্রেপ্তার বিকেলেই জামিন 

যুবদল নেতাকে সকালে গ্রেপ্তার বিকেলেই জামিন 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মালেক শিকদার (৫০) কে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।এর কয়েক ঘণ্টা পর আদালত থেকে জামিন মুক্তি পান তিনি।
সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪টার দিকে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. সুমন হোসেন আব্দুল মালেক শিকদারের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামীর আইনজীবী অ্যাড. নেকবর হোসেন মণি।
এর আগে ২১ অক্টোবর সকাল ১০ টায় জেলার সদর উপজেলার জৌকুরা গ্রামের বাসিন্দা মো. মোস্তফা শেখ বাদি হয়ে চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।
অভিযোগ পত্রে বাদী মো. মোস্তফা শেখ উল্লেখ করেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার ৫ আগষ্ট বিকালে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এমনকি বাদীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে।মামলায় আব্দুল মালেক শিকদারসহ, মিরাজ মাঝি, মধু মোল্লা, সমির মোল্লা, মেহেবর, বাধন শেখ, গাফফার মোল্লা, নজির, বাবু শিকদার, কাসেম খা, মমিন সরদার সহ ৩০ থেকে ৪০ জন আসামী করা হয়।
আসামীর আইনজীবী অ্যাড. নেকবর হোসেন মণি বলেন, মামলার বাদী আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে।  আমরা বিজ্ঞ আদালতে বিষয়টি বলার পর পুলিশ প্রতিবেদন পর্যন্ত মামলার আসামি মালেক শিকদারকে জামিন মঞ্জুর করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, আজ সকাল ১০ টায় সেনাবাহিনী আসামী আব্দুল মালেক শিকদার কে থানায় হস্তান্তর করে।তাকে চাঁদাবাজি মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর