Homeসর্বশেষ সংবাদরাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (শান্তির জন্য সহায়ক গোষ্ঠী)’র কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সার্বিক সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র রাণীনগর উপজেলা কমিটির আয়োজনে সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১ টায় রাণীনগর উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কাজী মোজাফ্ফর হোসেন’র সভাপতিত্বে রাণীনগর সদরের বন্ধু রেস্টটুরেন্টে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, রাণীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো- অডিনেটর সুকল মন্ডল, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের উপজেলা কমিটির কো-অডিনেটর সাইদুজ্জামান সাগর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম সিরাজ-এ আলম, পিস এম্বাসেডর আব্দুল আজিজ, শামীম হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র রাণীনগর কমিটির সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান, রাণীনগর শের – এ বাংলা সরকারি কলেজের ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের কো-অডিনেটর সাজু হোসেন প্রমুখ।
উক্ত সভায়, সাইবার ক্রাইম, চাঁদাবাজি, দখল-লুঠপাট, যৌন হয়রানি ও মাদক মুক্ত উপজেলা গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের সহয়তায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র নির্মাণে কাজ করার পরিকল্পনা প্রনয়ন করা হয়।

সর্বশেষ খবর