Homeশীর্ষ সংবাদআবারও ২ হাজার ৭শ কেজি ইলিশসহ ৪৮ ভারতীয় জেলে আটক

আবারও ২ হাজার ৭শ কেজি ইলিশসহ ৪৮ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।

জানা যায়, মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারসহ জেলেদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে মামলার প্রেক্ষিতে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা।

বৃহস্পতিবার সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ অভিযান চালিয়ে অভিজিৎ-১, অভিজিৎ-২ ও নারায়ণ নামক ৩টি মাছ ধরার ট্রলারসহ ৪৮ভারতীয় জেলেকে আটক করে। পরে বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭শ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামের মাধ্যমে ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় থানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।

Exit mobile version