Homeশিক্ষাইচ্ছা শক্তির জয়! পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ ৫ পেয়েছে মানিক

ইচ্ছা শক্তির জয়! পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ ৫ পেয়েছে মানিক

জাহিদ খান, ষ্টাফ রিপোর্টার।।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মানিক রহমান শারীরিক প্রতিবন্ধকতা কে পাশ কাটিয়ে এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।

আর দশজন স্বাভাবিক শিক্ষার্থীদের মত স্বাভাবিক সে নয়। প্রচন্ড ইচ্ছা ও অদম্য মানসিক শক্তির বলে বলীয়ান মানিক পা দিয়ে লিখেই এইচএসসিতে ও জিপিএ ৫ পেয়ে সাড়া জাগিয়েছে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মানিক রহমান।

মেধাবী মানিক রহমান এ বছর নীলফামারী জেলার সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর আগে ২০২২ সালে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাতেও সে জিপিএ ৫ পেয়েছিলো এবারও পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর মানিকের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে সবাই মুগ্ধ। শারীরিক প্রতিবন্ধী মানিক রহমানের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ও মা প্রভাষক মরিয়ম বেগম।

মানিক রহমান ভবিষ্যতে একজন সৎ ও দক্ষ প্রশাসক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার ইচ্ছে পোষণ করে।

Exit mobile version