Homeআন্তজার্তিক দুর্যোগ দিবসলক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ২৬ অক্টোবর (বুধবার) র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প- অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ত্রাণ ও পুনবার্সন অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়া।

আরও পড়ুন:রাজবাড়ী‌র পাংশায় ভ্যান মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১ আহত ৩

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী, সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন অফিসার রনজিত কুমার সেন প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, এনজিও, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর