লক্ষ্মীপুর প্রতিনিধি:
হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১৫ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও ছড়ি বিতরণের আয়োজন করা হয়। দুপুরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজিব কুমার সরকার।
আরও পড়ুন:ধামইরহাটে হত্যা মামলায় পলাতক আসামি জমজ দুই ভাই গ্রেফতার
জেলা সমাজ সেবার উপ-পরিচালক স্বপন কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, ডা: নাহিদ রায়হান, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান,প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা নাঈমা জান্নাত প্রমুখ। পরে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরন করেন অতিথিবৃন্দ ।
এসময় সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।