জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিক্রমে বগুড়া জেলায় গঠিত টাস্কফোর্স কমিটি আজ জেলার বকশীবাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করে। এসময় সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর তদারকি করা হয়। তদারকিকালে দেখা যায় অধিকাংশ পণ্যেরই কোনো রশিদ নেই।
এছাড়াও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী মূল্যে মুরগী ও ডিম বিক্রয় করা হচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানই মূল্য তালিকা প্রদর্শন করছে না। এই সকল অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৯,০০০ টাকা জরিমানা করা হয়।
তদারকি অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পরিচালক,জেলা মৎস্য অফিস,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি),বগুড়া,সাধারণ সম্পাদক(ক্যাব),বগুড়া,২ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং কমিটির সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান,সহকারি পরিচালক, ভোক্তা অধিকার,বগুড়া।