Homeবাংলাদেশসাংবাদিকদের কাছে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির তথ্য চাইলেন কৃষি উপদেষ্টা

সাংবাদিকদের কাছে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির তথ্য চাইলেন কৃষি উপদেষ্টা

সাংবাদিকদের সরকারের চোখ উল্লেখ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের কাছে বাজার সিন্ডিকেট এবং দেশের কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে তার তথ্য চেয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি পণ্য ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকরা আমাদের মূল চোখ। আপনারা দেশের কোথায় কোথায় সিন্ডিকেট ও চাঁদাবাজি হচ্ছে, তা খুঁজে দিন।’

কৃষি পণ্য ওএমএস প্রথমে রাজধানীতে শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ধীরে ধীরে এ কার্যক্রম সারা দেশে চালু করা হবে।

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, বন্যায় বিভিন্ন অঞ্চলে শাক-সবজির ক্ষতি হয়েছে। এর প্রভাব বাজারে পড়েছে। তবে দাম তাড়াতাড়িই কমে আসবে বলে তার প্রত্যাশা।

উল্লেখ্য, ওএমএসের আওতায় প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাক-সবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি হবে।

সর্বশেষ খবর