আশরাফুল আলম জীবন, রায়পুর লক্ষীপুর।।
লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় লিঙ্গের “পরী”র (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৪ অক্টোবর রাত ৮ টার দিকে পৌর শহরের মোয়াজ্জেমের বাড়ী নামক একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ পরীর মরদেহ উদ্ধার করে। সে ফরিদগঞ্জ উপজেলার আলোনীয়া গ্রামের চরমুরারি এলাকার শাহ আলম মোল্লা ও ফুলমতির সন্তান।
লাশের পচন ধরায় অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করলেও কি কারণে তার মৃত্যু হয়েছে এখনো তা উদঘাটন করতে পারেনি পুলিশ।
জানা যায়, পরীর হিজড়া লাইনে আসার আগে তার নাম ছিলো নুর আলম সাফু। লিঙ্গান্তর করে সে “পরী” নাম ধারন করে। দীর্ঘদিন ধরে পৌর শহরের মোয়াজ্জেম মিয়ার একটি পরিত্যক্ত বাসায় তৃতীয় লিঙ্গের নারীরাসহ পরী বসবাস করে আসছিলো। প্রায় ছয় মাস আগে হিজড়ারা শহরের বিভিন্ন জায়গায় বাসাভাড়া নিয়ে চলে যায়। এর পর থেকেই বাসাটিতে কেউ থাকত না। সোমবার বাসার পাশ্ববর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পথযাত্রী বাসা থেকে বের হওয়া তীব্র দুর্গন্ধ পেলে আশে পাশের লোকজনকে জানায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করা রায়পুর থানার এসআই আবু হানিফ-৩ জানান, পরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পচন ধরায় দূর্গন্ধ চড়াচ্ছে । অন্তত দুই দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারব।