Homeজেলালক্ষ্মীপুরে ওয়ার্কশপে আগুন, ১২ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে আগুন, ১২ লাখ টাকার ক্ষতি

আশরাফুল আলম জীবন রায়পুর লক্ষীপুর:

লক্ষ্মীপুরে আনোয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের দক্ষিণ কালিবাড়ী আনোয়ার হোসেনের দ্বিতীয় গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে যায় একটি প্রাইভেটকার, গ্যারেজটির মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল।


আরও পড়ুন:লক্ষীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন


জানা গেছে, গ্যারেজের মিস্ত্রি ও লোকজন একটি সাদা প্রাইভেটকার মেরামত করছিল। গাড়িতে ওয়েলিংয়ের কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পাশের পুকুর থেকে স্থানীয়রা মগ-বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনজিত কুমার দাস জানান, দুপুর ১টা ৫ মিনিটে খবর পাই আনোয়ার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এসে ২০ মিনিটের মধ্যে সম্পুন্ন আগুন নিয়ন্ত্রণে আনি। গ্যারেজ মালিকের দাবি তার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর