Homeআন্তর্জাতিকহিজবুল্লাহর ড্রোন হামলার পর কী বললো ইসরাইল?

হিজবুল্লাহর ড্রোন হামলার পর কী বললো ইসরাইল?

হিজবুল্লাহর ড্রোন হামলায় চার ইসরাইলি সেনা নিহত হওয়ার পর, এই হামলা থেকে ‘শিক্ষা নেয়া’র কথা জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
ইসরাইলি শহর হাইফা থেকে প্রায় ২০ মাইল (৩৩ কিলোমিটার) দক্ষিণে বেনিয়ামিনার কাছে, যেখানে হিজবুল্লাহর হামলাটি হয়েছিল, সেখানে পরিদর্শনে গিয়ে শিক্ষা নেয়ার (হামলা থেকে) কথা বলেন গ্যালান্ত। খবর বিবিসি’র।

তিনি বলেন, আমাদের অবশ্যই এটি তদন্ত করতে হবে। বিস্তারিত জানতে হবে এবং দ্রুত ও পেশাদার পদ্ধতিতে পাঠগুলো বাস্তবায়ন করতে হবে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ড্রোন হামলার হুমকি মোকাবিলার প্রচেষ্টায় মনোযোগ দিচ্ছি।’

এর আগে, রোববার উত্তর ইসরাইলে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় লেবাননের ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এতে চার ইসরাইলি সেনা নিহত হন। এছাড়া আহত হয়েছেন ৬০ জনের বেশি।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় ইসরাইলি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা গুরুতর।

পরে হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত ১০ অক্টোবর দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। মূলত তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

সর্বশেষ খবর